আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ছেলে হয়েও মৃত পিতার মুখ দেখতে চায়নি তারেক রহমান। তিনি চ্যালেঞ্জ করে বলেন, কোনদিন তারেক রহমান তার বাবার মৃত্যুর ঘটনাস্থলেও যায় নাই।
তিনি আরো বলেন, শেখ হাসিনা নিজেদের বাড়ি জনগণের জন্য উৎসর্গ করেছেন। অথচ জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া এরশাদের কাছ থেকে দোতলা বাড়ি সুইমিংপুলসহ পেয়েছেন। একইসঙ্গে ছেলেরা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত একটা ভাতাও নিয়েছেন।
আজ সকালে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল ইউনিয়নের মসজিদ, মন্দির এবং গীর্জায় সরকারী ভাবে প্রাপ্ত টিন, ৩লাখ ১২হাজার টাকা অনুদানের চেক ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মাঝে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।