চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খোন্দকার ফারুক হোসেনকে ছুটির ঘণ্টা দিয়ে পেটানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বখতিয়ার উদ্দিন ও শামীম সুলতানকে এ দায়িত্ব দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জোহা।
এর আগে বৃহস্পতিবার ভুক্তভোগী ওই শিক্ষক ঘটনার বিবরণ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী শিক্ষক খোন্দকার ফারুক হোসেন অভিযোগ করেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে স্টাফ মিটিং শুরু হয়। মিটিং চলাকালীন সময়ে দপ্তরি ইকতারের সহযোগিতা চাইলে তিনি আমার ওপর বিরক্তি প্রকাশ করেন। এক পর্যায়ে আমাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মিটিংয়ে উপস্থিত সব শিক্ষকদের সামনে ইকতার হোসেন পিতলের ঘণ্টা দিয়ে আমাকে পেটাতে থাকেন। শিক্ষকরা পিতলের ঘণ্টা কেড়ে নিলে তিনি কাঠের হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন।
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জোহা জানান, ওই শিক্ষক ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের জন্য দুজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূর জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।