শহরে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে শেরপুর প্রেসক্লাব। শুক্রবার বিকেলে শহরের নবীনগর মোড়, থানামোড়,খরমপুর মোড়,বাসস্ট্যান্ড ও শেরী ব্রিজ এলাকাসহ শহর ঘুরে ঘুরে কয়েকটি দলে বিভক্ত হয়ে ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন ইফতার বিতরণ উদ্বোধন করেন। এর পরে ক্লাবের সহসভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট রেদোয়ানুল হক আবির, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, সদস্য জাহিদুল হক সোরভ, আমিনুল ইসলাম রাজু, মাসুম, বুলবুল প্রমুখ আলাদা আলাদাভাবে শহরের বিভিন্ন স্থানে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ ব্যপারে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান বলেন, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। করোনার এ কালে মানুুুষ যখন অসহায় ঠিক তখন আমরা যতটা পেরেছি অসহায় এ মানুষগুলোর মুখে অন্তত একবারের জন্য হলেও কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে। এ ব্যাপারে আমি উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রেসক্লাবের কার্যনিবার্হী কর্মকর্তা, সাধারণ সদস্য ও ইফতার সরবরাহকারী প্রতিষ্ঠান ইফতার বাজার ডটকমকে আন্তরিক ধন্যবাদ জানাই।