নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শেষ ওয়ানডে থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন পেসার তাসকিন আহমেদ। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাসকিনের কালকের ম্যাচ খেলা অনিশ্চয়তা ছিল। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাসকিনের খেলা হচ্ছে না। আগামীকালের ম্যাচে বাংলাদেশ দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেনকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগের দুই ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন। শেষ ম্যাচে তাঁকে দলে ফিরিয়ে বিশ্রাম দেওয়া হয়েছিল অভিষেকেই তিন উইকেট পাওয়া খালেদকে। আজ সকালে অনুশীলন করতে দেখা যায়নি তাসকিনকে। পরে জানা যায়, খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তাসকিন ছিটকে যাওয়ায় তৃতীয় ওয়ানডেতে বাদ পরেও শেষে ফেরানো হয়েছে খালেদ আহমেদকে।
আফিফকে ফেরানো হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায়। চোটের কারণে মিরাজকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, এমন একটা গুঞ্জন থাকলেও মিরাজ নিজেই অস্বীকার করেছেন চোটের বিষয়টি। মিরাজের দাবি কোনো চোট নয় বরং বিশ্রামটা নিজ থেকেই বোর্ডের কাছ থেকে চেয়ে নিয়েছেন তিনি।
আজকের পত্রিকাকে মিরাজ জানিয়েছেন, তাঁর তেমন কোনো চোটের সমস্যা নেই। টিম ম্যানেজমেন্টের কাছে তিনি বিশ্রাম চেয়েছেন। তারা সেটা দিয়েছে। সিরিজের তিন ম্যাচেই তাঁর বিশ্রামেই থাকার কথা ছিল। তবে শেষ ওয়ানডেতে হুট করে তাঁকে দলে নেন নির্বাচকেরা। পরে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় বিশ্রাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।