বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাড়ানো হয়েছে সহসভাপতির ১০টি পদ। তবে কেন্দ্রীয় কমিটির আকার আগের মতোই রয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ৭১ জন সহসভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, নতুন আটজন সম্পাদক রয়েছেন। আর এ কমিটিতে শেরপুরের শিহাব আহমেদ কিবরিয়াকে সহ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে ১ নম্বর সহসভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারীকে এবং ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন।
গত বছরের ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপর ২০ ডিসেম্বর রাতে গণভবনে এক বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।