ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনিত হয়েছেন শেরপুরের শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।
তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী সদস্য নির্বাচিত করায় দলীয় প্রধান শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য , শ্রাবন শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদের দোহিত্র ও শেরপুর পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটনের পুত্র।