সদ্য ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে শেরপুরের সন্তান দুই ছাত্রনেতা । এদের মধ্যে জেলার নালিতাবাড়ী উপজেলার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান ওরফে সুফিয়ান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে এবং শেরপুর সদর উপজেলার সন্তান, ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়ক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর রোববার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রহুল কবির রিজভি স্বাক্ষরিত ৩০২ সদস্য বিশিষ্ট ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে তাদেরকে মনোনিত করা হয়। এদিকে তারা নির্বাচিত হওয়ায় সোমবার আনন্দ প্রকাশ করে নিজেদের মধ্যে মিস্টি বিতরণ করেছে শেরপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এক প্রেস রিলিজে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন , কেন্দ্রীয় কমিটিতে শেরপুরের কৃতি সন্তানরা নেতৃত্বে আসছে এটি আমাদের জন্য অনেক ভাল লাগার , সামনের আন্দলন সংগ্রামে তাদের বলিষ্ট নেতৃত্বে এই জুলুমবাজ সরকারের ভিত নড়ে উঠবে এমনটা প্রত্যাশা করি সেই সাথে তাদের জন্য শুভকামনা করছি।