করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সারা দেশে এক সপ্তাহের জন্য চলাচল ও কাজে কঠোর বিধিনিষেধ ও লকডাউন ঘোষণা করেছে সরকার। সড়কে চলাচল ও কাজে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শেরপুর শহরের মোড়ে মোড়ে ছিল পুলিশের চেকপোস্ট, আর চেকপোস্টে জিজ্ঞাসাবাদ। ব্যস্ততম শেরপুর শহর ছিল আজ ফাঁকা।
এতো কড়াকাড়ির পরেও কিছু মানুষ বিনা কারণে বের হয়ে জরিমানা গুণছেন। শহরের কাকলি হলের সামনে এক পথচারীকে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে বলেন, মিষ্টির দোকান খোলা কিনা তাই দেখতে আসছেন, আর খোলা পেলে কিনবেন। এতো নোটিশ, বিজ্ঞপ্তির পরেও মিষ্টি নিতে আসতেই হবে? প্রশ্ন ছিল শেরপুর সদর ইউএনও’র। পরে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।