শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রান্সফরমার চোরকে ধরিয়ে দেওয়ায় এক লাখ টাকা পুরষ্কার পেলেন মোশারফ হোসেন নামে এক যুবক। ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মোশারফের হাতে এক লাখ টাকার ওই প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
উপজেলা পরিষদ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী উপজেলায় আশঙ্কাজনক হারে ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সেচপাম্পের মোটর চুরি হচ্ছিল। পরে গত বছরের জুলাই মাসে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু পরিষদের পক্ষ থেকে ট্রান্সফরমার চোর ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। পরে মাঝে কিছুদিন ট্রান্সফরমার চুরি বন্ধ থাকলেও গত বোরো মৌসুমে পুনরায় আশঙ্কাজনকহারে ট্রান্সফরমার ও মোটর চুরি বৃদ্ধি পায়। এতে গত এক বছরে অন্তত অর্ধশত ট্রান্সফরমার ও মোটর চুরি হয়ে যায়। পরে গত ২৩ মার্চ ভোরে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের সিঙ্গুয়ারপাড় গ্রামে ট্রান্সফরমার চুরির সময় রাসেল মিয়া (৩৪) নামে এক চোরকে আটক করে স্থানীয় মোশারফ হোসেন নামে এক যুবক।
পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর ঘোষণা অনুযায়ী ট্রান্সফরমার চোর ধরিয়ে দেওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে মোশারফের হাতে এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।