বিএনপির চোরের জন্য আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা চুরি করার অপরাধে জেলে গেছেন। তাই তার জন্য আন্দোলন মানে চোরের জন্য আন্দোলন করা।
আজ বৃহস্পতিবার রাজশাহী সরকারি মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরি না করতে কোরআন শরীফেও বলা হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘খালেদার সেই এতিমখানার ঠিকানা কোথায়? সেখানে কয়জন এতিম আছে? এসব প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারেননি।’