শেরপুরের নালিতাবাড়ীতে উদ্ধারকৃত চোরাই দুটি ষাড় গরু নিয়ে বিপাকে পড়েছে নালিতাবাড়ী থানা পুলিশ। প্রায় ২৭ দিন ধরে গরু দুটিকে থানায় রেখে লালন পালন করছে তারা। পুলিশ অভিযান চালিয়ে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার জনৈক আক্তার মিয়ার বাড়ি থেকে গত ১৫ জানুয়ারী গরু দুটিকে উদ্ধার করে। গরু দুটির প্রকৃত মালিক আজও পাওয়া যায়নি। উদ্ধারের দীর্ঘদিন অতিবাহিত হলেও এর প্রকৃত মালিক খুঁজে পাওয়া যাচ্ছেনা।
পুলিশ জানায়, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশকিছু গরু চুরি হয়ে যায়। বিশেষ করে গত ২৬ ডিসেম্বর উপজেলার গাগলাজানি গ্রামের তিন কৃষকের গোয়াল থেকে দেশি বিদেশি উন্নত জাতের ১০টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। ফলে চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার এবং চোরচক্রকে ধরতে নালিতাবাড়ী থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে গত ১৫ জানুয়ারী টাঙ্গাইল জেলার ভূয়াপুর এলাকা থেকে চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। পরে চুরি হয়ে যাওয়া গরু মালিকদের আহবান করা হলে উদ্ধারকৃত দুটি গরুর প্রকৃত মালিক আজও পাওয়া যায়নি। এমতাবস্থায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ঈমান আলী আদালতের নির্দেশনা অনুযায়ী তা থানা হেফাজতে রেখে লালন পালন করছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার উপ-পরির্দশক (এসআই) ঈমান আলী জানান, লাল-কালচে রঙের একটি চার দাঁতাল ষাঁড় এবং লাল-কালচে একটি আদাঁতাল ষাঁড় যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে মালিক খোঁজে না পাওয়ায় ষাড় দুটি থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে তা নিতে অনুরোধ করা হয়েছে।