চুমু-কাণ্ডে অবশেষে শাস্তি পেলেন লুইস রুবিয়ালেস। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ফুটবল-সংক্রান্ত কর্মকাণ্ড’ থেকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। খবরটির নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
অবশ্য ফিফার ডিসিপ্লিনারি কমিটি এর বেশি এখনো কিছুই জানায়নি। ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্ত তারা রুবিয়ালেস, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (উয়েফা) জানিয়ে দিয়েছে।
ফিফা এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় রুবিয়ালেস বা স্প্যানিশ ফেডারেশন জেনিফার হারমোসো বা তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
সিডনিতে ২০ আগস্ট ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মেয়েদের বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় মঞ্চে আনন্দের আতিশয্যে স্প্যানিশ মিডফিল্ডার জড়িয়ে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনায় রুবিয়ালেসের পদত্যাগ চান অনেকে। সমালোচনার মুখে তিনি ক্ষমাও চান। তবে মাফ পাচ্ছেন না। এ ঘটনায় ২৪ আগস্ট রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত শুরু করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।