জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন এই চিত্রনায়িকা। ক্যারিয়ারে এ পর্যন্ত অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা ও দেশের সিনেমাহলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তাকে বেশ ভাবিয়ে তুলেছে। পপি বলেন, ‘ আমাদের চলচ্চিত্রের কাজ আগের তুলনায় অনেক কমে গেছে। সিনেমা হলগুলোর অবস্থাও ভালো না। বিশেষ করে ঢাকার বাইরের হলগুলোর অবস্থা বেশ নাজুক। হল মালিকদের কাছে অনুরোধ থাকবে দয়া করে এগুলো একটু সংস্কার করুন।’
পপি আরও বলেন, ‘আমাদের দেশে সিনেমাপ্রেমীর সংখ্যা অনেক। তাদের ভালো চলচ্চিত্র দেওয়ার পাশাপাশি হলের সুন্দর পরিবেশটাও নিশ্চিত করতে হবে। সুন্দর পরিবেশ থাকার কারণে দর্শকমহলে সিনেপ্লেক্সগুলোর জনপ্রিয়তা বাড়ছে।’
ঢাকার বাইরের হলগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুষ্ঠানের সুবাদে ঢাকার বাইরের সিনেমা হলগুলো দেখার সুযোগ আমার হয়েছে। অনেক হলেই দেখেছি, বসার আসন ঠিক নেই। পরিবার নিয়ে সেখানে ছবি দেখার পরিবেশও নেই। তাই অনুরোধ করবো, দয়া করে এই হলগুলো একটু সংস্কার করুন।’
এদিকে, পপি সম্প্রতি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। বর্তমানে তিনি কাজী আমিনুল ইসলামের ‘সেভ লাইফ’, আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’র কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি পপি শুরু করতে যাচ্ছেন রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের কাজ।