সরকারি চাল আত্মসাদের অভিযোগে শেরপুরের দুই ইউপি মেম্বারসহ তিনজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলা দুটি করেন।
আসামিরা হলেন- শেরপুরের নকলা উপজেলার মধ্য পোয়াভাগ ইউপি মেম্বার সুলতান, একই গ্রামের আবু বাক্কার ওরফে বক্কা, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দি ইউপি মেম্বার মিনারা বেগম।
দুদক টাঙ্গাইলের সহকারী পরিচালক আতিকুল আলম জানান, ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ভিজিডি’র ৩শ’ কেজি চাল আত্মসাতের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার মধ্য পোয়াভাগ ইউপি মেম্বার সুলতান ও একই গ্রামের আবু বাক্কার ওরফে বক্কার বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি আরো জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দি ইউপি মেম্বার মিনারা বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আতিকুল আলম জানান, ২৪ এপ্রিল দুই ইউপি মেম্বারসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আসে। বুধবার মামলা করা হয়। তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ