অসহায়- হতদরিদ্র চারশ শীতার্ত নারী-শিশুদের শীতবস্ত্র বিতরণ করলো শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি । গেল বুধবার জেলার মুক্তিযোদ্ধাগণ, শহরের চাপাতলী এতিমখানা, সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকা ও সোহাগপুরের বিধবাপল্লীর বিধবাসহ বিভিন্ন এলাকার এই শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র গুলো বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে শেরপুরে উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি মনিজা মাসুদ, সিনিয়র সহ-সভাপতি শাহিনা আক্তার পারভীন, পরিচালক শামছুন্নাহার কামাল, আইরিন পারভীন, আঞ্জুমুন আলম লিপি, ফারহানা পারভীন মুন্নী, সাবিহা জামান শাপলা, কোহিনুর বেগম বিদ্যুৎ, রওশনারা রেবা, পান্না রহমান, আতিয়া বেগম কেয়া, ইম্মত আরা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।