ময়মনসিংহের মুক্তাগাছায় মায়ের সঙ্গে ঝগড়ার প্রতিশোধ নিতে গিয়ে চাচিকে ছুড়িকাঘাতে খুন করেছে ভাতিজা।
উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া কুড়িপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
ওই এলাকার কালুয়া রবি দাসের স্ত্রী জ্বলন্তী রানী রবি দাস (৪৫) খুন হয়েছেন তাদের ভাতিজা জহর রবি দাসের (৩২) উপর্যুপুরি ছুরিকাঘাতে।
ঘাতক জহর রবি দাস (৩২) ওই এলাকার ক্ষুদিরাম রবি দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।
মঙ্গলবার রাতে তিনি বলেন, নিজ হাতে চাচিকে ছুরিকাঘাতে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘাতক ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার চেচুয়া কুড়িপাড়া গ্রামের ঋষিপাড়ার ক্ষুদিরাম রবি দাস ও কালুয়া রবী দাস দুই ভাই একই বাড়িতে থাকেন। গত কয়েকদিন আগে কালুয়া রবি দাসের স্ত্রী জ্বলন্তী রানী রবি দাসের সাথে তার বড় জা ক্ষুদিরাম রবিদাসের স্ত্রীর সাথে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে চুলোচুলির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সালিশ দরবারের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দেন।
ঝগড়ার বিষয়টি জহর রবি দাস কানে পৌছালে মঙ্গলবার সন্ধ্যায় জহর রবি দাস ঢাকা থেকে বাড়িতে ফিরেই ধারাল চাকু দিয়ে চাচি জ্বলন্তী রানী রবি দাসের ওপর ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে জ্বলন্তী রানী লুটিয়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।