‘চাকরি খুঁজতে হবে’ প্রবণতা থেকে বেরিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করার আহবান জানালেন শেরপুর লেডিস ক্লাবের সভাপতি ও ডিসি পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া। শেরপুরের উদ্যোক্তাদের নিয়ে জেলায় প্রথম উদ্যোক্তা সম্মেলনে তিনি এ আহবান জানান।
জান্নাতুল ফেরদৌস প্রিয়া বলেন, এখন সময় এসেছে শিক্ষিত তরুণ-তরুণীদের নতুন কিছু চিন্তা করার। চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার মাধ্যমেই চাকরি দেওয়াটাও সম্ভব। একজন সফল উদ্যোক্তা গতিশীল নেতা। অসম্ভবকে সম্ভব করতে ঝুঁকি নিতে পারে কেবল তরুণরাই। প্রথা ভাঙায় দুঃসাহস দেখাতে পারে তারাই। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেয়। আর একজন উদ্যোক্তা অনেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। আর এটাই চ্যালেঞ্জ। উদ্যোক্তাদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান।
আজ বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উদ্যোক্তা কমিউনিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ।
উদ্যোক্তা কমিউনিটির প্রধান সমন্বয়ক ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অই সম্মেলনে প্রিয় অতিথি হিসেবে ছিলেন লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা বিসিকের উপ ব্যবস্থাপক বিজয় কুমার, বিকেবির মূখ্য আঞ্চলিক অফিসার সুভাষ চন্দ্র সাহা, সোনালী ব্যাংক শেরপুরের আঞ্চলিক শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,নারী উদ্যোক্তা ও জয়িতা সাবিহা জামান শাপলা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।