সময়ের জনপ্রিয় তারকাদের একজন মৌসুমী হামিদ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘গোর’। এছাড়াও একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী।
মুক্তি পাওয়া চলচ্চিত্রটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘এটি গল্পপ্রধান একটি ছবি। একজন গোরখোদকের জীবনকাহিনি নিয়ে এর গল্প। অভিনয় জীবনে এই প্রথম দুই ভাষার এক ছবিতে অভিনয় করেছি। বেশ অন্য রকম এক অভিজ্ঞতা, একসঙ্গে দুটি ছবি করার মতো। আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে দুই ভাষায় ছবিটি নির্মাণ করা হয়েছে। সাবটাইটেল বা ডাবিং নয়, সরাসরি ইংরেজি ও বাংলা ভাষায় অভিনয় করেছেন সবাই। ছবিটি মুক্তি পেয়েছে ক’দিন আগে। দর্শকরা এখনো ছবিটি দেখছেন। অনেকেই ছবিটি দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’
এখন কি নিয়ে ব্যস্ত আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘হাতে বেশ কিছু একক নাটকের কাজ আছে। পাশাপাশি সঞ্জিত সরকারের “চিটিং মাস্টার”, আল হাজেনের “মধুমতি”, মুসাফির রনির “তোলপাড়”সহ আরও একটি ধারাবাহিকে কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। এছাড়াও হূদি হকের সরকারি অনুদানের ছবি “১৯৭১: সেই সব দিন” ছবির কাজ শুরু করেছি।’
কোন ধরনের কাজ আপনাকে বেশি টানে? উত্তরে মৌসুমী হামিদ বলেন, ‘নিরীক্ষাধর্মী কাজ করতে চাই। কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। অনেক সময়ই চাওয়ার সঙ্গে পাওয়ার মিল হয় না। গল্প, চরিত্র ও নির্মাণ বাজেটের ওপর অনেক কিছু নির্ভর করে। চেষ্টা করি, নিজের সেরাটুকু দিয়ে অভিনয় করার।’