পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটি দ্বিতীয় দফা বৈঠক শেষে এ কথা জানান।
শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করেছে। এক মাস রোজার পর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। বুধবার (৫ জুন) ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।
এদিকে শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবার (৪ জুন) ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।
এবার বাংলাদেশে রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন।
চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছিল বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এরপর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আবার সংবাদ সম্মেলন ডেকে বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর পালনের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।