হঠাৎই বিমানের দরজা খুলে লাফ দিলেন এক যুবক। ওই যুবকের কাণ্ড দেখে অবাক বাকিরা। ভুল বিমানে উঠেই নাকি এমন কাহীনি ঘটিয়েছেন তিনি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৫ ফেব্রুয়ারি) নিউ জার্সি শহরের নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনা ঘটে। ইউনাইটেড এয়ারলাইনস-এর নিউ জার্সি থেকে টাম্পা-গামী ফ্লাইট ১৬৪০-তে উঠেছিলেন ট্রয় ফাটুম নামে ওই যুবক।
ইউনাইটেড এয়ারলাইন্স-এর এক মুখপাত্র ম্যাগি শ্মেরিন জানান, ভুল বিমানে উঠেছেন জানতে পেরে ঘাবড়ে যান ২৫ বছরের ট্রয়। সেই পরিস্থিতিতে কোনো বিমান কর্মীকে না জানিয়ে নিজে নিজেই আপৎকালীন দরজা খুলে বিমান থেকে নেমে যান তিনি। সঙ্গে সঙ্গে বিমান কর্মীরা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই বিমানেই টিকিট কাটা ছিল ট্রয়ের। তা সত্ত্বেও কেন ভুল বিমানে ওঠার দাবি করছেন যুবক তা এখনো জানা যায়নি। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।