শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ১৬ মে সোমবার দুপুরে ইউপি ভবন মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম রেজা।
ওইসময় তিনি আগামী অর্থবছরের জন্য ২ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৭১২ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব মো. আব্দুল আওয়ালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মন্ডল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. রজব আলী, আওয়ামী লীগ নেতা রুকনুজ্জামান খোকন, সমাজসেবক হারুনুর রশীদ, আব্দুর রহিম খান, হাবিবুর রহমান, মিজানুর রহমান মিস্টার, মোহাম্মদ রঞ্জু মিয়া, মো. মনিরুজ্জামান, মো. ফরহাদ আলী, মো. মান্নান মিয়া, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, মো. সুজন তালুকদার সখী, মো. সাইদুর রহমান তালুকদার, মো. মোশাররফ হোসেন মুন্না ও মো. হুমায়ুন কবীর, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, মাকসুদ আলম মাসুম প্রমুখ।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে চরশেরপুর ইউপির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।