শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি রবিবার ইউনিয়ন পরিষদ চত্বরে সভা উপলক্ষে আলোচনা ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব আব্দুল আওয়ালের সঞ্চালনায় সভাপতি হিসেবে ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা।
এসময় নবনির্বাচিত নয়জন মেম্বার ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ সভাপতি এসএম শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মিল্টন, জেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুরসহ ইউনিয়নের সহস্রাধিক জনগণ উপস্থিত ছিলেন।