চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এনিয়ে এই ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেন।
আজ বিকেলে চট্টগ্রাম নগরীর বদ্দারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী কলেজের সাবেক ছাত্র এবং তার পিতার নাম শামসুল গাজী।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের র্যাব-৭।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক যাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গত ২২ জুলাই রাতে হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন (২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানাকে (২২) আটক করা হয়।
আটককৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।