শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুতে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আজাদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রুহুল আমিনের সঞ্চলনায় কলেজ অডিটোরিয়ামে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রকোনা কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ স্বরণ সভায় যথাক্রমে চন্দ্রকোনা কলেজের সাবেক অধ্যক্ষ ড.রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল,সাবেক চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেব,চরমদুয়া দাখিল মাদ্রাসার সুপার মো: আলিম উদ্দিন, পরিবারের পক্ষ থেকে তার জামাতা সহকারী অধ্যাপক আব্দুল্লাহ হিল বাকি, চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, কর্মচারীদের পক্ষে এমদাদুল হক স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এনামুল স্যার সকল স্বার্থের উর্দ্ধে থেকে সরকারি চাকরি ছেড়ে শুধুমাত্র এ এলাকার শিক্ষার উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ছিলেন একজন মাটির মানুষ, উদার মানুষ। জীবনের সবটুকু দিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
এসময় কলেজের গভনিংবডির সদস্যগন,শিক্ষক-কমর্চারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি ১২ সেপ্টেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। পরে চরমদুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয়।