সুখন, চন্দ্রকোনা (নকলা): শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা স্লুইজ গেইটে আনুষ্ঠানিকভাবে সৌন্দর্য্য বর্ধক কৃষ্ণচুড়া, বকুল, মহোয়াসহ বিভিন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। চন্দ্রকোনা সংগীত ও চারুকলা একাডেমীর উদ্যোগে শুক্রবার বিকেলে ওই বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন শেষে শুরু হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের সাবেক জি.এম বীর মুক্তিযোদ্ধা মোহা: আক্রাম হোসাইন।
চন্দ্রকোনা সংগীত ও চারুকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আশ্রাফুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রকোনা কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ড. মোঃ রফিকুল ইসলাম, চন্দ্রকোনা কলেজের বাংলা প্রভাষক ও উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, সহ-সভাপতি এমদাদুল হক রিপন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও আলহাজ্ব হাফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংবাদিক আলহাজ্ব মাহবুবর রহমান, প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক আফজাল শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদুয়ান হোসেন, ইব্রাহীম খলিল সুজন, শাহরিয়ার তাসিন এবং সেবাকুঞ্জ সংগঠনের সদস্যবৃন্দ সহ চন্দ্রকোনা কলেজের শিক্ষার্থী ও এলাকার সূধীজন।