শেরপুরের নকলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোপতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও উপস্থিত সুধিজনদের কালোব্যাজ পরিয়ে দেয়া হয়। কলেজ অধ্যক্ষ ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মো. কামাল আজাদ, প্রভাষক জয়ন্ত কুমার দেব, কামরুন্নাহার কল্পনা, মো: মহিউদ্দিন, মাহাদী মাসুদ, জীবুন্নেসা, মাহবুবুর রহমান,প্রদশর্ক খোরশেদুর রহমান ,শরীরচর্চা শিক্ষক আব্দুল মান্নান, নাজমুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আজও যারা পলাতক তাদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা এবং নৃশংস এই হত্যা যোগ্যের নেপথ্য নায়কদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি তুলে ধরেন বর্তমান সরকারের কাছে।