করোনাভাইরাসের কারণে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ এবার ঘরেই উদযাপিত হলো। শোবিজ তারকারাও বৈশাখ পালন করছেন গৃহবন্দী হয়ে। এ ছাড়া শিল্পীরা এবারের বৈশাখ উদযাপন করেছেন ডিজিটাল মাধ্যমে। টিভি অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল নানা আয়োজন।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও পরিবারের সঙ্গে দিনটি পালন করেছেন। এ ছাড়া নিজের ফেসবুকে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
জয়া বলেন, ‘পয়লা বৈশাখ এলো। কিন্তু আমরা সকলেই ঘরে স্বেচ্ছাবন্দি হয়ে আছি। আসলে নববর্ষ ঘরে বন্দী হয়ে থাকবার দিন নয়, তাই মনটা কেমন করছে না, হ্যাঁ আমারও করছে। এবারের রমনার বটমূল একেবারেই নির্জন। গানে গানে কেউ স্বাগত জানাইনি পহেলা বৈশাখকে। নতুন বছরকে বরণ করেনি কেউ রমনার বটমূলে গানে গানে। মঙ্গল শোভাযাত্রা বের হয়নি চারুকলায় আর গ্রামেগঞ্জে কোথাও। কিন্তু কোনো হাটবাজার বসেনি, লাল-সাদা শাড়ি আর পোশাক পড়া মানুষজন, সত্যি মনটা কেমন করছে, আমারও করছে।’
এই অভিনেত্রী বলেন, ‘আসলে আমি যেখানেই থাকি পৃথিবীর যে প্রান্তেই থাকি, এই সময়টা আমি কখনোই চাই না যে দেশের বাইরে থাকব। আমি সবসময় চেষ্টা করি পরিবার-পরিজনের সঙ্গে, ঘনিষ্ঠজনদের সঙ্গে, ভালোবাসার মানুষদের সঙ্গে, দেশের মানুষদের সঙ্গে একসঙ্গে এই নতুন বছর উদযাপন করব। এবার যেহেতু সেই সুযোগটা নেই কী আর করা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ঘরে বসে মুখোমুখি হই।’
জয়া বলেন, ‘ঘরে বন্দি আছি বলে, আমরা বৈশাখের ডাকে সাড়া দেবো না, তা তো হয় না। নিশ্চয়ই দেবো। বাড়িতে বসে আমাদের যা করতে ভালো লাগে সবাই তাই করব। বাসায় বসে আমরা পরিবারে সঙ্গে সময় কাটাব, গান শুনব, কবিতা পড়ব, বই পড়ব, আপনজনদের সঙ্গে বাইরে বের না হয়ে যেভাবে যোগাযোগ করা যায়, করব। আমরা ঘরের দরজা বন্ধ করে আছি, কিন্তু মনের দরজা তো বন্ধ করে দেইনি।’
জয়া বলেন, ‘সবাই বাসায় থাকলে, নিরাপদে থাকব। পরিবারকে ও নিজেদের আপনজনকে নিরাপদে রাখতে পারব।’