১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বিভীষিকাময় ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুরে সমাবেশ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় শহর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপি-জামায়াত জোট সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস। ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা ছোটবোন রেহানাসহ দেশের বাইরে থেকে বেঁচে যাওয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় তাকে হত্যা চেষ্টা চালানো হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ চায় রাজাকারমুক্ত সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। আর বিএনপি চায় বঙ্গবন্ধুর পরিবারমুক্ত লুটপাটের বাংলাদেশ কায়েম করতে।
শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রধান বক্তা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।
ওইসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো. মজদুল হক মিনু, আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও মিনহাজ উদ্দিন মিনাল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপ দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সমাজকল্যাণ সম্পাদক চন্দন সাহা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামীম আহমেদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।