রাউন্ড অব সিক্সটিনের খেলায় বিশ্বের নাম্বার ওয়ান দল বেলজিয়ামের বিপক্ষে এবারের ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল। গ্রুপপর্বের তিনসহ দলের হয়ে এবার মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই শেষ পর্যন্ত তিনিই ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ফলে জিতেও নিয়েছেন গোল্ডেন বুটের পুরস্কার।
রোনালদো গোল করেছেন ৫টি। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণে। রোনালদোর নামের পাশে একটি অ্যাসিস্টও রয়েছে। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই। সে কারণে, গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হলেন রোনালদোই।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে জিতেছিল ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। নিজেদের উদ্বোধনী ওই ম্যাচের দুটো গোলই ছিল সিআর সেভেনের। দ্বিতীয় ম্যাচে অবশ্য জার্মানির কাছে হেরেছে বড় ব্যবধানেই। তবে সে ম্যাচেও দলের হয়ে একটি গোল ছিল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে তার করা দুই গোলের উপর ভিত্তি করেই ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। সেই সুবাদে কোনো মতো দ্বিতীয় রাউন্ডের টিকেট পায় পর্তুগিজরা।
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে রোনালদোর পা থেকে কোনো গোল আসেনি। আর ওই ম্যাচে দলও হেরেছে ১-০ গোলের ব্যবধানে।
উল্লেখ্য, স্পেনের পেদ্রিকে বেছে নেয়া হয়েছে এবারের টুর্নামেন্টের সবচেয়ে সেরা প্রতিভা হিসেবে। আর ফাইনাল ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বোনুচ্চি।