জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) তে ময়মনসিংহ জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে শেরপুর জেলা দল। আজ বিকেলে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা দলকে ৩-১ গোলে হারিয়েছে শেরপুর জেলা দল।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রিড়া অফিসের যৌথ আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রিড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আলী পাঠান, ময়মনসিংহ মহানগর আ’লীগ সভাপতি এহতেশামুল আলম, বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, সমাজ সেবার বিভাগীয় পরিচালক হায়দার আলী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস, শেরপুরের স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম প্রমূখ খেলাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন।
সেমিফাইনাল ১ এর আজকের খেলায় শেরপুরের পক্ষে জিহান ২টি ও শামীম ১ টি গোল করে। আগামী ২৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ২ এর খেলায় জামালপুরের মুখোমুাখি হবে নেত্রকোনা জেলা দল। আগামী ২৬ সেপ্টেম্বর ফাইনালে একই ভেন্যুতে বিকেল ৩টায় সেমিফাইনাল ২ এর বিজয়ী দলের মুখোমুখি হবে শেরপুর জেলা দল।
আজকের খেলায় শেরপুর, জামালপুর ও ময়মনসিংহের জেলা ক্রিড়া অফিস, ডিএফএ এবং ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।