জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ি বাজারে একটি গুদামের তালা কেটে ৬০ বস্তা সরিষা ও ২০ বস্তা ধান চুরির ঘটনা ঘটেছে।
গুদাম মালিক আনোয়ার হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তার গুদামের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে। গুদাম থেকে প্রতিটি ১০০ কেজি ওজনের ৬০ বস্তা সরিষা ও প্রতিটি ৮০ কেজি ওজনের ২০ বস্তা ধান ছিল। এতে তার অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা কেটে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।