চলমান গুজব রোধে সচেতনতা বৃদ্ধির জন্য “গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগানে শেরপুরের প্রতিটি উপজেলায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে একই সময়ে জেলার প্রতিটি উপজেলাতে শেরপুর জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নকলায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাও: আব্দুল জলিল কাসেমী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: নজরুল ইসলাম, সুপার ওয়ালী উল্লাহ প্রমুখ।
এদিকে একই সময়ে শেরপুর পুলিশ লাইন্স মাঠেও সদর উপজেলার ইমামদের নিয়ে গুজব রোধে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তরা চলমান মাথা কাটা গুজব, বন্যা পরিস্থির মোকাবেলা, ইভটিজিং, জঙ্গী বিরোধী বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির করতে জনসচেতনতা গড়ে তোলার আহব্বাহ জানান এবং শুক্রবার জুমআর নামাজে সকল ইমামকে এ বিষয়ে মুসল্লিদের সচেতন করতে বক্তব্য রাখার আহ্বান জানান।