শেরপুরে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজুকে (১৯) আটক করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল স্থানীয় মুক্তার আলীর ছেলে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯ টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক সাড়ে ৫২ হাজার টাকা হবে বলে জানায় র্যাব।