ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে আছর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছর উদ্দিন ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের কাজ চলছিল। বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় হঠাৎ একটি খুঁটি আছর উদ্দিনের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।