ময়মনসিংহের গফরগাঁওয়ে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সাত প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয় এ আদেশ দেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান।
প্রতিষ্ঠানগুলো হলো- গফরগাঁও ফিলিং স্টেশনকে ৫০ হাজার, ফাহিম স্টোরকে পাঁচ হাজার, জিলানী স্টোরকে পাঁচ হাজার, ভাই ভাই স্টোরকে পাঁচ হাজার, মেসার্স স্বপ্ন কসমেটিকসকে পাঁচ হাজার, স্বপ্ন কসমেটিকস ১০ হাজার ও ইমান আলী (পোল্ট্রি দোকান) দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. আবিদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না থাকা, অনুমোদন না থাকাসহ বিভিন্ন ভেজাল বিরোধী অভিযানে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় বিএসটিআইর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন, ফিল্ড অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।