ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে আলিফ নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের জৈলা বিলে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটিকে ঘরে বসিয়ে মা গৃহস্থালির কাজে ব্যস্ত হয়ে পড়েন।
এই ফাঁকে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের জৈলা বিলে চলে যায়। বেশ কিছুক্ষণ পর মা শিশুটিকে ঘরে না দেখে খোঁজ করতে থাকেন। পরে পরিবারের লোকজন নিয়ে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের বিলের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ঘটনা নিশ্চিত করে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা।
বাড়ির আশপাশে পুকুর জলাশয় থাকলে শিশুদের ব্যাপারে আরো সচেতন থাকা উচিৎ।’