সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে অপরাধ দমনে শেরপুরে পুলিশের বিশেষ অভিযান চলছে। ময়মনসিংহ রেঞ্জের আওতায় ওই বিশেষ অভিযানের অংশ হিসেবে শেরপুরে ৪ দিনে সন্ত্রাস, মাদক ও জুয়াসহ বিভিন্ন মামলায় দাগী আসামীসহ গ্রেফতার হয়েছে ১৩৮ জন।
পুলিশ সূত্র জানায় , ২৫ এপ্রিল থেকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুরসহ ৪ জেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই অংশ হিসেবে শেরপুরে ২৬-২৭ এপ্রিল ৮ মামলায় ৫৪ জন, ২৮ এপ্রিল ১৪ মামলায় ৪৪ জন, ২৯ এপ্রিল ৫ মামলায় ৪০ জনসহ মোট ২৭ মামলায় ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শেরপুর টাইমসকে জানান, অপরাধ দমনে ৪ দিনে জেলা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকাল পর্যন্ত জেলায় ১৩৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত ওই অভিযান চলবে।