শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ বিষয়ক ২ দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি’র আয়োজনে এবং গ্লোবাল হেলথ্ এ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় ২৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ একটি হোটেলে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে দিবাযত্ন কেন্দ্র চালু, কমিউনিটি সাঁতার প্রশিক্ষণ, গভীরতাধর্মী প্রতিবেদন তৈরির কৌশল শেখানো হয়। আর দ্বিতীয় দিনে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে কাজ করা আঁচল কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
এসময় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর শোলারচর গ্রামের বেশ কয়েকটি আঁচল কেন্দ্র পরিদর্শন করেন এবং এসব কেন্দ্রের আঁচল মায়েদের সাথে সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন গ্লোবাল হেলথ্ এ্যাডভোকেসি ইনকিউবেটরের কমিউনিকেশন ম্যানেজার মো. সারওয়ার-ই-আলম, সমষ্টির পরিচালক মীর মাশরুর জামান ও রেজাউল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুনাব্বির আহমদসহ বেশ কয়েকজন। প্রশিক্ষণটির সমন্বয়কারী হিসেবে ছিলেন সাংবাদিক হাকিম বাবুল। ওই প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।