বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে। সোমবার (১২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় দেশের সবাইকে ঈদের শুভেছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের জীবনেও বড় কিছু পেতে হলে ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়। আজকে সাময়িকভাবে দেশের যে অবস্থা, সেই অবস্থায় জাতির কাছে আমাদের আহ্বান এটাই থাকবে, দেশনেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের প্রতীক, স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক, তার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে।
এসময় দেশের সব শ্রেণির মানুষকে বিএনপি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।