শেরপুরের শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৩ জুন) সকালে খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডশন প্রিপ ট্রাস্টের কারিগরি সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়। খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ৪৬ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব খাজা বাকি বিল্লাহ। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ১ শত টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ১ শত টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৯৪৬ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজা ৯৪৬ টাকা।
খড়িয়াকাজিরচর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খড়িয়াকাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এম এ খালেক, মানুষের জন্য ফাউন্ডেশন প্রিপ ট্রাস্টের মনিটরিং অফিসার মকবুল হোসেন, প্রজেক্ট ফেসিলেটর মিজানুর রহমান, ইউপি সদস্য আব্দুর রশিদ, খড়িয়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।