খুলনার রুপসা উপজেলার শিয়ালি হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে শেরপুরের নালিতাবাড়ীর শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগানে মানববন্ধনের আয়োজন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নালিতাবাড়ী উপজেলার শাখা।
সম্প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, মন্দির, বাড়ি ভাঙচুর লুটপাট এবং নারকীয় নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবায়দা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সহ-সভাপতি ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন মাস্টার প্রমুখ।
এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু পল্লীতে হামলার নিন্দা প্রকাশ করেন ও হামলা কারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।