জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্দলীয় সরকারের বাজনা বাজিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়। শুধু তাই নয়, তিনি ছয় দফা দিয়ে দেশে ভুতের সরকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার উচ্চবিদ্যালয় মাঠে দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ইনু বলেন, খালেদা জিয়া সহায়ক সরকার ব্যবস্থার কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও নয় বছরেও তিনি সহায়ক সরকারের কোনো রূপরেখা দিতে পারেননি। তিনি স্বাধীনতাবিরোধী জামায়াতকে নিয়ে দেশের ভূতের সরকার কায়েম করতে চান। জাসদের সভাপতি আরও বলেন, খালেদা জিয়া হুমকি-ধামকি দিচ্ছেন এতিমের টাকা চুরি মামলার রায় হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ নেই। আদালত এক দিনের জন্যেও বন্ধ হবে না, নির্বাচনও সঠিক সময়ে হবে। কাহালু উপজেলা জাসদের সভাপতি আশরাফ আলী খান আজাদের সভাপতিত্বে এবং জাসদ নেতা সিদ্দিকুল আলম মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নারী জোটের আহ্বায়ক ও জাসদের সহসভাপতি আফরুজা হক রীনা। জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকানুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা সফিউল্লাহ মোল্লা, অ্যাডভোকেট ইমাদাদুল হক, অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শফিক খান, নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জমান কামরুল।