জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্দলীয় সরকারের বাজনা বাজিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়। শুধু তাই নয়, তিনি ছয় দফা দিয়ে দেশে ভুতের সরকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার উচ্চবিদ্যালয় মাঠে দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।