বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছে শেরপুর জেলা বিএনপি। ১মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিএনপির একটি দল শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতা ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমকে মুরাদুজ্জামান, নবনির্বাচিত বারের সাধারণ সম্পাদক এডভোকেট রকিব, মহিলা দলের সাধারণ সম্পাদিকা এডভোকেট আশরাফুন্নাহার রুবি প্রমুখ।