বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার বিকেল ৩টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিঞ্জিরা দলীয় কার্যালয় থেকে ওই শোভাযাত্রা বের করা হয়। এ সময় গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও গণতন্ত্রের মুক্তি আন্দোলন একই সূত্রে গাঁথা। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আজ দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। তার সঙ্গে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মিথ্যা-ভিত্তিহীন মামলায় সরকার তাকে কারাগারে আটকে রেখেছে। আজ দেশ বন্দী হয়ে আছে।’
জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার কারণ জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জাতীয় ঐক্য ছাড়া একটা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আর জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রতি আস্থাশীল একজন মানুষ। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন।’
এ সময় থানার সভাপতি নিপুণ রায় চৌধুরী ও কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।