বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ জুলাই) বিকেলে জেলা বিএনপির সভাপতির গৃর্দানারায়নপুরস্থ বাসভবনের সামনের রাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সঞ্চলনায় সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড.মামুন আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মানু বক্তব্য রাখেন। এছাড়াও এসময় জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা ও তথাকথিত বিচারের মাধ্যমে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখেছে। তিনি এখন মৃত্যুর পথযাত্রী। তার চিকিৎসা করাতে দিচ্ছে না, মুক্তি দিচ্ছে না। মনে রাখা উচিত, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে বাংলাদেশে কোনো স্বৈরাচার সরকারকে থাকতে দেয়া হবেনা । বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে এসময় হুঁশিয়ারি দেন বক্তারা।