জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের এবং তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ডর প্রতিবাদে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বিক্ষোভ এবং শনিবার প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
এসম তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় দেশনেত্রীর গাড়ি বহরে হামলা করেছে। বহর থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে। পুলিশ সারা দেশে ৩৫০০ এর অধিক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে।
তিনি বলেন, বরাবরই আওয়ামী লীগ পুলিশের সহযোগিতায় সন্ত্রাস ও সহিংসা সৃষ্টি করেছে। আমরা সহিংসতা নয় শান্তির পক্ষে। দেশ নেত্রী আমাদের নির্দেশ দিয়ে বলেছেন কোন রকম সহিংসতা করা যাবে না। কোন হঠকারী কর্মসূচি দেওয়া যাবেনা। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিতে চাই। তাই শুক্রবার বাদ জুমা সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।