জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ আপিল দায়ের করেন। এর আগে গতকাল বুধবার এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল (সিপি) দাখিল করতে বলা হয়।
গতকাল দুপুরে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল বিভাগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে একটি আবেদন করেন। পরে চেম্বার বিচারপতি আবেদনটি আগামী রোববার রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিলের সঙ্গে শুনানির দিন ধার্য করেন। গত সোমবার এ মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তার ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানাও করা হয়।