শেরপুরের নালিতাবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসী সম্প্রদায়ের মানুষের আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে ষাঁড় গরু, গোখাদ্য ও গোয়ালঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৫০ জন সুফলভোগীদের প্রত্যেককে একটি করে ষাঁড় গরু, ১৫০ কেজি করে গোখাদ্য, গোয়ালঘর নির্মাণের জন্য ঢেউটিন, খুঁটি ও ইট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফায়েজুর রহমান, ভ্যাটেনারী সার্জন ডাঃ মোঃ আবু সাঈম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, প্রেসক্লাবের সভাপিত আব্দুল মান্নান সোহেল, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।