মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শেরপুর জেলার সীমান্তবর্তী পাহাড়ি ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামে কোচ, হাজং ও গারো সম্প্রদায়ের বৃদ্ধ-প্রতিবন্ধী এবং হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১০টায় রাংটিয়া হরি মন্দির প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ।
ঝিনাইগাতীর ইউএনও ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় ডিডি এলজি মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন ও সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমূখ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক ও তাঁর সহধর্মিনী অনুষ্ঠানের প্রিয় অতিথি জান্নাতুল ফেরদৌস প্রিয়া ও অন্যান্য অতিথিরা ১০০ দরিদ্র মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এসময় জেলা প্রশাসক মোমিনুর রশিদ বলেন, দেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আমাদের লক্ষ এদেশের সকল মানুষের কল্যাণে কাজ করা। তিনি বলেন-বর্তমান সরকার মনে করে জাতি-ধর্ম বর্ণসহ নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই প্রত্যন্ত পাহাড়ি গ্রামের অসহায় মানুষের হাতে সরকারের তরফ থেকে আমরা কম্বল তুলে দিচ্ছি।