ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে গত ১৫ নভেম্বর দিবাগত রাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে “তিশার আত্মহত্যার চেষ্টা” শিরোনামে খবর প্রকাশ হয়। কারণ হিসেবে বলা হয়, অভিনেতা ফারহানের সঙ্গে তার প্রেমের সম্পর্কে জটিলতা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশা সুস্থ হয়ে বাসায় ফেরেন। এরপর বিষয়টি নিয়ে স্পষ্টভাবে জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করে বেসরকারি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোর ডটকম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাক্ষাৎকারের এক পর্যায়ে ফারহানের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তানজিন তিশা। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে “দেখে নেবেন” বলেও হুমকি দেন।
তিশার এমন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান বিনোদন সাংবাদিকেরা।
এর মধ্যেই শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, “আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
ফেসবুক পোস্টে তিশা লিখেছেন, “বিগত কয়েক দিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানা ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফোনকলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না।”
তিনি লিখেছেন, “সাংবাদিক ভাইদের উদ্দেশে আমি একটা কথা বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সব সময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও লিখেছেন, “সবার উদ্দেশে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এত দূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন, আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।”